ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বেনাপোলে ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২৬ জুন ২০২২  
বেনাপোলে ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

বেনাপোলের চাঞ্চল্যকর ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হাকিমসহ ২ জনকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করছে র‍্যাব-৬।

আটককৃত আব্দুল হাকিম বেনাপোল থানাধীন  মহিষা ককুড়া গ্রামের মৃত নুর আলীর ছেলে।  আসানুর (২৮) নামের অন্য আসামি যশোরের বালুন্ডা গ্রামের আব্দুর রশিদের ছেলে।  

গত মঙ্গলবার (২১ জুন) রাতে ইউপি সদস্য আশানুজ্জামান বাবলুকে বালুন্ডা বাজারে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের  বাবা মো. রাহাজান আলী মোল্লা বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেন। 

র‍্যাব-৬ জানায়, ঘটনার পর র‍্যাবের যশোর ক্যাম্প আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে। রোববার (২৬ জুন) ভোরে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা থেকে প্রধান আসামি আব্দুল হাকিম ও তার সহযোগী আসানুরকে গ্রেপ্তার করে।  আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আসামিদের যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রিটন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়