ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চুয়াডাঙ্গায় ডায়রিয়ার প্রাদুর্ভাব, নারীর মৃত্যু

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ৬ নভেম্বর ২০২২  
চুয়াডাঙ্গায় ডায়রিয়ার প্রাদুর্ভাব, নারীর মৃত্যু

মেঝেতে বিছনা করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

চুয়াডাঙ্গা জেলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পেতে শুরু করেছে। এই রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে জেলা সদর হাসপাতালে ১৭৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া মারা গেছেন একজন নারী। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা জানান, শীত শুরু হওয়ায় রোডা ভাইরাস জনিত ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 

 

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন চুয়াডাঙ্গা সদর  হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে শতাধিক রোগী ভর্তি হচ্ছেন ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে। এসব রোগীদের মধ্যে সবচেয়ে বেশি আসছেন শিশুরা। 

গতকাল শনিবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে মারা যান রাবেয়া খাতুন (৪০) নামে এক নারী। বিকেলে হাসপাতালে ভর্তির পর রাত ১১ টার তিনি মারা যান। রাবেয়া খাতুন সদর উপজেলার আকুন্দোবাড়িয়া গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। 

চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা জানান, হাসপাতালের একটি কক্ষে ১০/১২ জন করে রোগী  রেখে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। এতে ভালো স্বাস্থ্য সেবা নিশ্চিত হচ্ছে না। এছাড়া হাসপাতাল থেকে শিশুদের চিকিৎসা শেষে বাড়ি নিয়ে যাওয়ার পর তারা আবারো ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সরেজমিনে দেখা যায়, দুটি কক্ষ নিয়ে ডায়রিয়া ওয়ার্ড। এই দুই ওয়ার্ডে কোনো শয্যা খালি নেই। ফলে মেঝেতেই শিশুসহ রোগীদের থাকতে হচ্ছে। জায়গা না থাকায় বাইরের বারান্দার মেঝেতেও রোগীরা বিছনা পেতে চিকিৎসা নিচ্ছেন।  

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী  বিভাগের চিকিৎসক ডা. লিওন বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত রাবেয়া খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে।’ 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু কনসাল্টেন্ট ডা. মাহাবুবুর রহমান মিলন বলেন, ‘শীতের সময় শিশুরা রোটা ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়। এসময় তাদের বিশেষ যত্নে রাখা প্রয়োজন।’ 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আতাউর রহমান জানান, শীত জনিত কারণে ডায়রিয়ার রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ডায়রিয়া রোগীদেও সুচিকিৎসায় সব ধরণের ব্যবস্থা আমাদের আছে। 

মামুন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়