ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মহেশপুর সীমান্তে ৩ ভারতীয় নাগরিক আটক

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ৪ ফেব্রুয়ারি ২০২৩  
মহেশপুর সীমান্তে ৩ ভারতীয় নাগরিক আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে ১২ লাখ বাংলাদেশি টাকা, ৭টি স্মাট ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে সীমান্ত এলাকার মাটিলা থেকে ওই তিন ভারতীয় আটক হন। 

আটককৃতরা হলেন- সাগর দাউদ বিশ্বাস, প্রাদনিয়া ও তাদের কন্যা শিশু মিষ্টি। তারা ভারতের মুম্বাই শহরের বাহারাট নগরের বাসিন্দা। 

৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার মাটিলা ক্যাম্পের বিজিবির সদস্যরা সীমান্তে অভিযান চালায়। অভিযানকালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে বাংলাদেশি ১২ লাখ টাকা, ৭টি স্মাট ফোন, দুটি হাত ঘড়ি ও একটি ল্যাপটপ জব্দ হয়। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করা হয়েছে। 

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, দালালের মাধ্যমে তারা অবৈধভাবে বাংলাদেশে এসেছিলেন। 

রাজিব/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়