ঢাকা     মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৩ ১৪৩১

মেহেরপুরে ঘুমের মধ্যে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ২৯ আগস্ট ২০২৪  
মেহেরপুরে ঘুমের মধ্যে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে কিরন আহমেদ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কিরন আহমেদ উপজেলার কাজিপুর বর্ডার পাড়ার মো. রহিদুল ইসলামের ছেলে। 

স্থানীয়রা জানান, বুধবার রাতে কিরন ঘরে শুয়ে ছিল। ঘুমের মধ্যে রাত আনুমানিক ৮টার দিকে তাকে সাপে কামড় দেয়। পরে বিষয়টি বুঝতে পেরে পরিবার ও স্থানীয়রা তাকে রাত ১২টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি সাপে কামড় দিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পরিবার। 

কাজিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ফারুক আহমেদ বলেন, পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাকে সাপে কাটে রাত ৮টার দিকে, কিন্তু হাসপাতালে নিয়ে আসে রাত ১টার দিকে। পরিবারের লোকজন তাকে হাসপাতালে আনতে অনেক দেরি হরে ফেলেছে। 

গাংগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, বিষয়টি আমাদের কেউ জানায়নি।

ফারুক/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়