ঢাকা     মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৩ ১৪৩১

মহানবীকে নিয়ে কটূক্তি: সেই কলেজছাত্রের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ৭ সেপ্টেম্বর ২০২৪  
মহানবীকে নিয়ে কটূক্তি: সেই কলেজছাত্রের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগে খুলনার সেই কলেজছাত্রের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। মো. নাসির হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেন।

খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) নিমাই চন্দ্র কুণ্ডু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত যুবক আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।

পুলিশ পরিদর্শক নিমাই চন্দ্র কুণ্ডু জানান, গত ৫ সেপ্টেম্বর রাতে ওই কলেজছাত্রের বিরুদ্ধে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগ আসে। প্রাথমিক যাচাই-বাছাই করে অভিযোগ সাইবার নিরাপত্তা আইনে নথিভুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি ৫ সেপ্টেম্বর নথিভুক্ত করা হয়েছে।

আরো পড়ুন:

ওই কলেজছাত্র মহানবী (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করেছেন বলে অভিযোগ ওঠে। গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে কয়েকজন ছাত্র তাকে ধরে নগরীর সোনাডাঙ্গায় অবস্থিত ডেপুটি পুলিশ কমিশনারের (সাউথ) কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তার মোবাইল যাচাই করা হয়।

তখন ওই ছাত্র জানান, ৩ সেপ্টেম্বর একটি পোস্টে তিনি ক্ষুব্ধ হয়ে মন্তব্য করেন। পরে ভুল বুঝতে পেরে সেটি মুছে দেন। কিন্তু কয়েকজন সেই মন্তব্যের স্ক্রিনশট রেখে দেন এবং তা ছড়িয়ে দিয়ে তাকে বিপদে ফেলেন। 

এদিকে, বিষয়টি জানাজানি হলে লোকজন উপপুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। উত্তেজিত জনতা কটূক্তিকারীকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। খবর পেয়ে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে তারা ওই ভবনের ভেতর ঢুকে ওই যুবককে পিটিয়ে আহত করেন। এরপর সেনা সদস্যরা জনতার রোষানল থেকে তাকে উদ্ধার করেন। এ সময়ে স্থানীয় মসজিদের মাইক থেকে অভিযুক্তের মৃত্যুর খবর প্রচার ও জনতাকে ঘরে ফেরার আহ্বান জানানো হয়। এরপর বিক্ষোভকারীরা ধীরে ধীরে ওই এলাকা ত্যাগ করেন। 
 

নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়