ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আগাম জামিন নিতে হাইকোর্টে বিএনপির হাজারো নেতা-কর্মী

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আগাম জামিন নিতে হাইকোর্টে বিএনপির হাজারো নেতা-কর্মী

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন জায়গা থেকে আগাম জামিন নিতে হাইকোর্টে ভিড় জমিয়েছেন বিএনপির হাজারো নেতা-কর্মী।

রেজমিনে গিয়ে দেখা যায়, কক্সবাজার, ময়মনসিংহ, কুমিল্লা, নেত্রকোনা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতা-কর্মী হাইকোর্টের বারান্দায় অপেক্ষা করছেন।

এর মধ্যে নেত্রকোনার কেন্দুয়া থানার সভাপতি রফিকুল ইসলাম হেলালী ও আটপাড়া থানার সভাপতি আগাম জামিন নিতে প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী নিয়ে হাইকোর্টে এসেছেন।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ ওই দুই থানার ৪৪৭ নেতা-কর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। তাদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ। একই আদালত কুমিল্লা ও ময়মনসিংহের প্রায় দুই শতাধিক নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন।

এ ছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানসহ ৭৫ জন আজ হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। বিচারপতি মো. হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। এই আদালতে বিএনপি নেতা-কর্মীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে এসব মামলা দায়ের করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/মেহেদী/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়