ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যা বললেন দুই পক্ষের আইনজীবী

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৭, ১০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যা বললেন দুই পক্ষের আইনজীবী

ছবি : শাহীন ভূইয়া

নিজস্ব প্রতিবেদক : আলোচিত একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া, ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বুধবার পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার ১ নম্বর অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর দুই পক্ষের আইনজীবী তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেছেন, ‘এ মামলার রায়ের মধ্য দিয়ে একটি ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার হয়েছে। এজন্য আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছি। আমরা সন্তুষ্ট।’



তিনি বলেন, ‘রায়ে সব আসামির সাজা হয়েছে। আমরা আশা করছি, এ সাজা কার্যকর হবে।’

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানাউন্নাহ মিয়া বলেছেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। এ রায়ের মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছার প্রতিফলন ঘটেছ। ন্যায়বিচার পেতে আমরা উচ্চ আদালতে গিয়ে আপিল করব। সেক্ষেত্রে ন্যায়বিচার পাব বলে আশা করছি।’




রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৮/মাকসুদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়