ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ডিসিসির প্রাক্তন প্রকৌশলীর ৫ কোটি টাকার অবৈধ সম্পদ!

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ১৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিসিসির প্রাক্তন প্রকৌশলীর ৫ কোটি টাকার অবৈধ সম্পদ!

নিজস্ব প্রতিবেদক: পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবদুস সালাম ও তাঁর স্ত্রী ডাক্তার রেশমা মজুমদার বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের সভায় ওই মামলা অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। দুদকের সহকারি পরিচালক মোঃ মুজিবুর রহমান শিগগিরই মামলাটি দায়ের করবেন।

অনুসন্ধান প্রতিবেদনে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবদুস সালামের বিরুদ্ধে ৩ কোটি ৭০ লাখ ৪৯ হাজার টাকা সম্পদ অজানা উৎস থেকে আয়ের অভিযোগ আনা হয়েছে। যেখানে দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারাসহ দন্ডবিধি ১০৯ ধারা অনুসারে মামলা রুজুর অনুমোদনের কথা বলা হয়েছে।

অন্যদিকে তাঁর স্ত্রী ডাক্তার রেশমা মজুমদার শম্পা ওরফে রেশমা সালামের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি তার স্বামী আবদুস সালামের অবৈধ উপায়ে অর্জিত ১ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৫৮৫ টাকা নিজের নামে দেখিয়ে সহযোগিতা করেছেন যা তিনি (শম্পা) তার নিজের আয়কর নথিতে দেখিয়েছেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই  ২০১৯/ এম এ রহমান/ সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়