ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সীমিত সময়ে বিচার পাওয়া নিয়ে সেমিনার ২৫ জুলাই

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৭, ১৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সীমিত সময়ে বিচার পাওয়া নিয়ে সেমিনার ২৫ জুলাই

নিজস্ব প্রতিবেদক : ‘সীমিত সময়ে স্বল্প ব্যয়ে বিচার পাওয়ার উপায়’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস)।

আগামী ২৫ জুলাই বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন চট্রগ্রামের জেলা জজ মোহাম্মদ আব্দুল হালিম।

বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামীর সভাপতিত্বে সেমিনারে অতিথি বক্তা হিসেবে আলোচনা করবেন রয়েল ইউনিভার্সিটির ভিসি ড. প্রফুল্ল চন্দ্র রায়, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. স্বপন কুমার রায়, বাংলাদেশ সম্মিলিত বিবাহ নিবন্ধন সমিতির সাধারণ সম্পাদক প্রীতিলতা বিশ্বাস।

এ ছাড়া আলোচনায় অংশ নেবেন অ্যাক্রিডিটেড মেডিয়েটর ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুস সালাম মন্ডল, আনোয়ারা শাহজাহান, অ্যাডভোকেট হরিদাস পাল, হুমায়ন কবির শিকদার, আলমগীর হোসাইন, সহকারী অ্যাটর্নি জেনারেল ফারহানা আফরোজ, অ্যাডভোকেট মো. মঞ্জুর মোর্শেদ, মেহেদী হাসান ডালিম, অ্যাডভোকেট সাধন কুমার বণিক প্রমুখ।

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৯/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়