ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করবেন ব্যারিস্টার সুমন

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ১৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করবেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করে ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা দায়ের করবেন ব্যারিস্টার সুমন।

শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে সুমন জানান, আগামী রোববার তিনি প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা দায়ের করবেন।

সুমন বলেন, ডেনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা যে বক্তব্য দিয়েছেন, তাতে শুধু রাষ্ট্রের ভাবমূর্তিই ক্ষুন্ন হয়নি, এটা রাষ্ট্রদ্রোহেরও শামিল।

তাই তিনি তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রিয়া সাহার বক্তব্যকে বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন সুমন।

উল্লেখ্য, প্রিয়া সাহা বৈদেশিক অর্থে পরিচালিত একটি এনজিওর পরিচালক।

গত ১৬ জুলাই সাম্প্রদায়িক নিপীড়নের শিকার বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেন। এ সময় প্রিয়া ট্রাম্পের কাছে অভিযোগ করে বলেন, ‘আমি বাংলাদেশ থেকে এসেছি। সেখানে তিন কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান নিখোঁজ হয়ে গেছে। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই। এখনো সেখানে এক কোটি ৮০ লাখ সংখ্যালঘু মানুষ রয়েছে। আমার অনুরোধ, দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশ ত্যাগ করতে চাই না। আমাদের দেশে থাকতে সাহায্য করুন।’

তিনি আরো বলেন, ‘আমি আমার বাড়ি হারিয়েছি। তারা আমার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। তারা আমার জমি কেড়ে নিয়েছে। কিন্তু কোনো বিচার এখনো পাইনি।’

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৯/আরিফ শাওন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়