ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চাচার মামলায় ভাতিজার দণ্ড

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ২১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাচার মামলায় ভাতিজার দণ্ড

নিজস্ব প্রতিবেদক : চুরি করা চেকে জাল স্বাক্ষর ও সিল মেরে টাকা তোলার চেষ্টার অভিযোগে চাচার করা মামলায় ভাতিজাকে পৃথক তিন ধারায় তিন বছর করে নয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

পৃথক তিন ধারার সাজা একসঙ্গে চলবে বলে উল্লেখ করেছেন বিচারক। সে ক্ষেত্রে তাকে তিন বছর কারাভোগ করতে হবে।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রাকিবুর রহমান (রাকিব)।

তার বিরুদ্ধে ২০১৩ সালের ৭ জুলাই মামলা করেন সেলিম শেখ মোহন।

মামলা সূত্রে জানা যায়, সেলিম শেখ মোহন ব্যবসায়ী। রূপালী পেপার হাউজ নামে তার একটি প্রতিষ্ঠান আছে। কাগজের ব্যবসার জন্য সেলিম শেখ মোহন এবি ব্যাংকের সৈয়দপুর শাখায় একটি অ্যাকাউন্ট খোলেন। চেক বইটি তিনি চকবাজারের গুলবদন সুপার মার্কেটের দোকানে রাখেন। ২০১৩ সালের ৫ মে তিনি দোকানে যাননি। এ সুযোগে রাকিবুর রহমান দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে একটি চেকের পাতা মুড়িসহ চুরি করে নিয়ে যান। আসামি বাদীর প্রতিষ্ঠানের নামে সিল বানিয়ে এবং তার স্বাক্ষর জাল করে ৮০ লাখ ৫০ হাজার ৫৬০ টাকা নগদায়নের জন্য ৩ জুলাই বেসিক ব্যাংকে তার অ্যাকাউন্টে জমা দেন। সেখানে চেকটি উপস্থাপন করা হলে ব্যাংকের ম্যানেজার বাদীকে  অবহিত করেন। পরে তিনি রাকিবুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।

মামলা তদন্ত করে সিআইডির কোতয়ালী ইউনিটের পরিদর্শক আশরাফ আলী ২০১৪ সালের ২৫ মে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত চার্জশিটভুক্ত নয় সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্য গ্রহণ করেন।

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৯/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়