ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রাক্তন কাস্টমস কমিশনারের বিরুদ্ধে মামলা

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ২১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাক্তন কাস্টমস কমিশনারের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : ১ কোটি ৬৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অবসরপ্রাপ্ত কাস্টমস কমিশনার এ এইচ এম শাহাবুদ্দীন নাগরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উপ-পরিচালক প্রনব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ কোটি ৬৪ লাখ টাকা ৭৬ হাজার ৬৫১ টাকার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ নিজ ভোগ দখলে রেখে এবং দুদকে মিথ্যা তথ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিল করার দায়ে দুদক মামলাটি দায়ের করে। তিনি ২০১৬ সালের ২৬ ডিসেম্বর কমিশনের সচিব বরাবর সম্পদ বিবরণী দাখিল করেন। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলাটি করা হয়।

শাহাবুদ্দিন নাগরী সর্বশেষ ঢাকায় কর্মরত অবস্থায় অবসরে যান। কবি ও গীতিকার হিসেবে পরিচিত শাহাবুদ্দিন নাগরী ঢাকার নুরুল ইসলাম নামের এক ব্যবসায়ী খুনের মামলারও আসামি। এই মামলায় নাগরী এবং ওই ব্যবসায়ীর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এই মামলায় কয়েকদিন কারাভোগের পর জামিনে আছেন শাহাবুদ্দিন নাগরী।


রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৯/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়