ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ছাগল ছিনতাইয়ের চেষ্টা : অভিযোগের তির ছাত্রলীগ নেতার দিকে

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ১৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাগল ছিনতাইয়ের চেষ্টা : অভিযোগের তির ছাত্রলীগ নেতার দিকে

জ্যেষ্ঠ প্রতিবেদক : কোরবানির ঈদ উপলক্ষে ট্রাকভর্তি ছাগল নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে এসেছিলেন ব্যবসায়ীরা। কয়েকজন দুর্বৃত্ত ট্রাকটি আটক করেন। ব্যবসায়ীদের জিম্মি করে ক্লাব ঘরে নিয়ে যান। ঘটনার মূলে ছিলেন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি। পরে তাকে আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে কথা হয় মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গণেশ গোপাল বিশ্বাসের সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘ঘটনাটি ঈদের আগের দিনের। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে ওয়াকিটকি পাওয়ায় র‌্যাব-২ এর পক্ষ থেকে একটি মামলা করা হয়। ছাগল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আরেকটি মামলা করেন ভুক্তভোগীরা।’

মামলায় কি ছাত্রলীগ সভাপতি জাহিদ আজমী তান্নার নাম আছে? এ প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘হ্যাঁ, তিনিও আসামি। তদন্ত হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও জানে।’

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি টিপু সুলতান বলেন, এরকম একটি অভিযোগ আমিও শুনেছি। অভিযোগের সত্যতা মিললে অবশ্যই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি দেখবে।’

মোহাম্মদপুর থানায় করা এজাহারে দেখা গেছে, ১১ আগস্ট একদল ব্যবসায়ী ছোট-বড় মিলে মোট ২১২টি ছাগল নিয়ে রাজধানীতে আসেন। ছাগলসহ ট্রাকটি মোহাম্মদপুরের বাবর রোডের জহুরি মহল্লায় পৌঁছালে তা আটকে দেয়া হয়। চাঁদা দাবি করেন স্থানীয় ছাত্রলীগের কয়েকজন কর্মী। ছাগলগুলোকে ট্রাক থেকে নামিয়ে একটি ক্লাব ঘরে ব্যবসায়ী সাইফুল ইসলাম, বাবু খান, শেখ সোলেমান, মো. নুরুজ্জামান, ফারুক বিশ্বাস, মোহাম্মদ মাসুদ মন্ডলকে আটকে রাখা হয়। এসবের হোতা ছিলেন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি তান্না। এ কারণে তাকেসহ নয়জনকে আসামি করে মামলা করা হয়। বাকি আসামিরাও মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সঙ্গে জড়িত। এর মধ্যে ইয়াসির আরাফাত, জাহিদুল ইসলাম ও মো. রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

র‌্যাব-২ এ খোঁজ নিয়ে জানা যায়, ছাগল ছিনতাইয়ের সময় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে যায়। ব্যবসায়ীদের উদ্ধার করে আটক তিনজনকে পুলিশে সোপর্দ করা হয়। আটকের পর তারা সভাপতি তান্নার নাম বলেন। তবে তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান।


রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৯/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়