ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাকায় ইয়াবা কিনে বরগুনায় বিক্রি করতেন মেয়রপুত্র

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ১৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকায় ইয়াবা কিনে বরগুনায় বিক্রি করতেন মেয়রপুত্র

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তান থেকে গ্রেপ্তার বরগুনার পৌর মেয়রের ছেলে নাছির আল মামুনের (৩৫) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া শনিবার রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই মো. আ. জলিল আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে বলা হয়, নাছির আল মামুন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ তিনি ঢাকা থেকে ইয়াবা পাইকারী হিসেবে কিনে ঢাকা এবং নিজ জেলা বরগুনায় খুচরা হিসেবে বিক্রি করে আসছিলেন।

আসামি কার কাছ থেকে ইয়াবা কেনেন, সেই মূল সরবরাহকারীকে গ্রেপ্তার এবং আসামির সহযোগী অজ্ঞাতনামা আসামি আছে কি না তা বের করতে জিজ্ঞাসাবাদ এবং আসামিকে সাথে নিয়ে মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করার লক্ষ্যে রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

তবে আসামির পক্ষে কোন আইনজীবী ছিলেন না।

শুক্রবার দুপুরে একশ’ পিস ইয়াবাসহ নাছির আল মামুনকে আটক করে পুলিশ।

পল্টন থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, 'শুক্রবার দুপুরে গুলিস্তান এলাকায় টহল ডিউটির সময় এক যুবককে সন্দেহ করে তিনি তল্লাশি করেন। পরে ওই যুবকের প্যান্টের পকেট থেকে পলিথিনের একটি ছোট প্যাকেট উদ্ধার হয়। প্যাকেটের মধ্যে গোলাপী রঙের একশ’ পিস ট্যাবলেট পাওয়া যায়।

এদিকে ইয়াবা উদ্ধারের ঘটনায় পল্টন মডেল থানার এসআই জাহাঙ্গীর হোসেন ১৭ আগষ্ট মামলাটি দায়ের করেন।


রাইজিংবিডি/ঢাকা/১৮ আগষ্ট ২০১৯/মামুন খান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়