ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজধানীতে ৯ ভবন মালিককে জরিমানা

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ১৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে ৯ ভবন মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর নয়টি ভবনের মালিককে জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন অংকে এসব মালিকদের মোট ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

সোমবার রাজধানীর পাঁচটি আঞ্চলিক এলাকায়  অভিযান চালায় সংস্থাটি।

সেগুনবাগিচা, তোপখানা, ধানমন্ডি, নয়াপল্টন, যাত্রাবাড়ী এলাকার এসব ভবনে এডিস মশার লার্ভা ও এডিস মশার প্রজনন সহায়ক পরিবেশের সন্ধান পান ডিএসসিসির ম্যাজিস্ট্রেটরা।

চলমান এডিস মশার লার্ভা নিধন অভিযানে অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হোসেন ৫০ নয়াপল্টন ইস্টার্ন ভিউকে ৭৫ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ধানমন্ডি ৮/এ (নতুন) সড়কের ৩১৭, ৩১৭/১ এবং ৩১৭/২ হোল্ডিংয়ে লার্ভা পাওয়ায় এস ফার্ম লিমিটেডের নির্মাণাধীন ভবনকে ৫০ হাজার টাকা, ২৪/এ/বি তোপখানা রোডের ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলী ১৭/১ লালবাগ, জগন্নাথ সাহার এক ভবন মালিককে ১০ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদ উল্লাহ, আতিকউল্লাহ ও সোনিয়া হোসেন যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বাড়িতে মশার লার্ভা পাওয়ায় বাড়ির মালিকদের ভিন্ন ভিন্ন অংকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করেন।

ডিএস‌সি‌সির পক্ষ থেকে ডেঙ্গু মশার লার্ভা নিধনে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

আগামীকাল মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হবে।




রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৯/আসাদ/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়