ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিমানবন্দরে ইয়াবাসহ গ্রেপ্তার জসিম রিমান্ডে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ১৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিমানবন্দরে ইয়াবাসহ গ্রেপ্তার জসিম রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দশ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার জসিম উদ্দিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ ইলিয়াস মিয়া এই রিমান্ড মঞ্জুর করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মো. শরীফ হোসেন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামি পক্ষে অ্যাডভোকেট মাহবুবুল আলম জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে আসামির জামিন আবেদনের বিরোধিতা করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।

রোববার বিকেলে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা ১০ হাজার ইয়বাসহ জসিম উদ্দিনকে আটক করে। জসিম উদ্দিন কক্সবাজার জেলার উখিয়া থানার গৌজ ঘোনা পালংখালী গ্রামের নুর আহমদের ছেলে।

বিমানবন্দর সূত্র জানায়, ঘটনাস্থলে জসিম সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাকে আটক করে তল্লাশি করা হয়। এক পর্যায়ে ইয়াবা থাকার কথা স্বীকার করেন জসিম। তার কোমরে বিশেষভাবে বানানো মোটা বেল্টে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। জসিম নভোএয়ারের ফ্লাইট ভিকিউ ৯৩৪ যোগে কক্সবাজার থেকে ঢাকায় আসেন।


রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৯/মামুন খান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়