ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য : ৬০ লাখ টাকা জরিমানা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ২১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য : ৬০ লাখ টাকা জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, চকোলেট ও প্রসাধন সামগ্রী নতুন মোড়কে বাজারজাত করা ও বিক্রির অপরাধে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ৬টি দোকানকে মোট ৬০ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন।

অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের শিশুখাদ্য রিপ্যাক করে বিক্রি করছে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে র‌্যাব হেডকোয়াটার্স থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল থেকে বিকেল পর্যন্ত গুলশান ও মিরপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে এ রকম শিশুখাদ্য, চকলেট, প্রসাধন সামগ্রী পাওয়া যায়। ওই মার্কেটের ৪ জনকে ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে মিরপুরে ৬টি দোকানকে মোট ৬০ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম রাইজিংবিডিকে বলেন, দোকানগুলো দেশি-বিদেশি বিভিন্ন ব্রান্ডের মেয়াদোত্তীর্ণ গুড়োদুধ, চকলেট আর প্রসাধন সামগ্রী রিপ্যাক করে। পরে তা সাধারণ মানুষের কাছে বিক্রি করে প্রতারণা করে আসছিল।


রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৯/মাকসুদ/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়