ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

তিন বিচারপতি নিয়ে মুখ খুলল সুপ্রিম কোর্ট প্রশাসন

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ২২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিন বিচারপতি নিয়ে মুখ খুলল সুপ্রিম কোর্ট প্রশাসন

নিজস্ব প্রতিবেদক : অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হওয়ায় তিন বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত থাকা নিয়ে মুখ খুলেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান তার নিজ কার্যালয়ে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন।

তিনি বলেন, ‘মাননীয় তিনজন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের প্রেক্ষাপটে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে তাদের বিচার কার্য থেকে বিরত রাখার সিদ্ধান্তের কথা অবহিত করা হয় এবং পরবর্তীতে তারা ছুটির প্রার্থনা করেন।'

সুত্র মতে, এই তিনজন হলেন-বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক।

বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের কার্য তালিকা থেকে এ তিন বিচারপতির নাম বাদ দেয়া হয়েছে।

 

রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৯/মেহেদী/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়