ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওরা ছোট ছোট দলে ভাগ হয়ে ছিনতাই করে

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ২৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওরা ছোট ছোট দলে ভাগ হয়ে ছিনতাই করে

জ্যেষ্ঠ প্রতিবেদক: শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা দিনের বেলাতেও সুবিধাজনক স্থানে বেছে বেছে ছিনতাই করে বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।

শুক্রবার রাতে র‌্যাব-২ থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাতে শেরেবাংলা নগর থানার তেজগাঁও কলেজ গলি তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করা হয়। দৌঁড়ে পালানোর চেষ্টার সময় মো. কাজল, নাজির হাওলাদার, মো. সুজন, মো. সাইফুল ও মো. স্বাধীন শেখকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে। এছাড়াও রাতের বেলায় তারা এ রকম দুই বা ততোধিক দল একত্রিত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙ্গে প্রবেশ করে ডাকাতি করে থাকে। দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরের সুবিধাজনক স্থানে বিভিন্ন লোকজনদের চাপাতি, ছোরা, চাকু ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল।


রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৯/মাকসুদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়