ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাদ্রাসাছাত্রী আসমা হত্যায় বাঁধনের জবানবন্দি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ২৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদ্রাসাছাত্রী আসমা হত্যায় বাঁধনের জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ের মাদ্রাসাছাত্রী আসমা খাতুনকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মারুফ হোসেন বাঁধন।

শনিবার মারুফ হোসেন বাঁধনকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

বাঁধন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এসআই আলী আকবর। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত সুকরানা তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বাঁধনকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে রেলওয়ে পুলিশের কাছে হন্তান্তর করা হয় তাকে। শনিবার সকালে পঞ্চগড় থেকে ঢাকা রেলওয়ে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের পরিত্যক্ত বগির টয়লেট থেকে গত ১৯ আগস্ট পঞ্চগড় জেলা সদরের সিং পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মাদ্রাসা পড়ুয়া মেয়ে আসমা খাতুনের গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করে কমলাপুর রেলওয়ে পুলিশ।


রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৯/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়