ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শাহাজালালে কোটি টাকার স্বর্ণ-ওষুধ জব্দ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহাজালালে কোটি টাকার স্বর্ণ-ওষুধ জব্দ

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ ও ওষুধ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস।

বুধবার পৃথক অভিযানে মালয়েশিয়া ও সৌদি থেকে আগত দুই যাত্রীর কাছ থেকে ওই স্বর্ণ ও ওষুধ উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার এথেলা চৌধুরি রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টমস হাউজ জানায়, গোপন সংবাদের  ভিত্তিতে মালয়শিয়া থেকে আগত চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা দুই যাত্রীর রেক্টাম থেকে ১০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

অন্যদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকার প্রিভেন্টিভের অপর একটি টিম সৌদির জেদ্দা থেকে আগত মোহাম্মদ আসাদ নামের এক যাত্রীর কাছ থেকে ১ লাখ ৩২ হাজার পিস বিদেশি ওষুধ আটক করে। ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রমকালে তল্লাশি করে লাগেজের ভেতর থেকে বিদেশি ওষুধ উদ্ধার করা হয়। জব্দকৃত ওষুধের আনুমানিক মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৯/ এম এ রহমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়