ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আরএকে পেইন্টস-এর এমডিসহ দুজনের জামিন

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরএকে পেইন্টস-এর এমডিসহ দুজনের জামিন

নিজস্ব প্রতিবেদক : প্রায় ১৮৪ কোটি টাকা দুবাইয়ে পাচারের মামলায় আরএকে পেইন্টস লিমিটেডের পরিচালক বিএনপি নেতা এসএকে একরামুজ্জামানসহ দুই আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে.এম. ইমরুল কায়েশ শুনানি শেষে আসামিদের জামিনের আদেশ দেন।  জামিন পাওয়া অপর আসামি হলেন স্টার সিরামিকস প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ একে আনোয়ারুজ্জামান।

এদিন আসামিপক্ষে জামিন আবেদনের শুনানি করেন সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।  অপরদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে জামিনের বিরোধীতা করেন মীর আহমেদ আলী সালাম।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিনের এ আদেশ দেন।

জানা গেছে, অফশোর কোম্পানি খুলে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা দুবাইয়ে পাচারের অভিযোগে খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মোসাদ্দেক আলী ফালুসহ চার ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাটি করা হয়।  গত ১৩ মে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করেন।  মামলার অপর আসামি হলেন আরএকে কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের সাবেক পরিচালক মো. আমির হোসাইন।

দুদক বলছে, মোসাদ্দেক আলী ফালু, একরামুজ্জামান, আনোয়ারুজ্জামান, আমির হোসাইন ২০১০ সালে দুবাইয়ে আল মদিনা ইন্টারন্যাশনাল লিমিটেড, থ্রি স্টার লিমিটেড নামে অফশোর কোম্পানি খোলেন এবং বাংলাদেশে ‘দুর্নীতির মাধ্যমে’ অর্জিত ১৮৩ কোটি ৯২ লাখ টাকা দুবাইয়ে পাচার করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, দুবাইয়ে ওই অর্থ উর্পাজনের কোনো উৎস তারা দেখাতে পারেননি।  ওই অর্থ কীভাবে উপার্জন করা হয়েছে তার কোনো তথ্য প্রমাণ তাদের কাছে নেই।  দুবাইয়ে ব্যবসা বাণিজ্য করার কথা তারা বাংলাদেশ ব্যাংককে কখনও জানাননি বা কোনো ধরনের অনুমতি নেননি। প্রকৃতপক্ষে, বাংলাদেশে বিএনপি দল ক্ষমতার থাকাকালে মোসাদ্দেক আলী ফালু ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রক্রিয়ায় দেশে অর্জিত অর্থ বিদেশে পাচার করে অফসোর কোম্পানিতে বিনিয়োগ করেন।


রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৯/মামুন খান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়