ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জবির ৫ শিক্ষার্থী আহত, র‌্যাবের দাবি ‘ভুল বোঝাবুঝি’

তাইফুর রহমান তমাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবির ৫ শিক্ষার্থী আহত, র‌্যাবের দাবি  ‘ভুল বোঝাবুঝি’

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাবের হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৫ শিক্ষার্থী আহত হয়েছেন, ১ জনের অবস্থা গুরতর।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষার্থীদের বহনকারী উত্তরণ-২ বাসটি সায়দাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উঠার মুখে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনার কথা স্বীকার করেছে র‌্যাব। তারা বলছেন, ভুলবোঝাবুঝির কারণে এটা ঘটেছে। তবে তাদের দাবি আহত হওয়ার মত কিছু ঘটেনি।

বাসে থাকা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, উত্তরণ-২ বাসটি সায়দাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে পৌঁছানোর পর র‌্যাব-১০ এর একটি গাড়ি (ঢাকা মেট্রো চ- ৫৩২২৩৭) ফ্লাইওভারে উঠার মুখটি বন্ধ করে আড়াআড়ি দাঁড়িয়ে ছিলো। এ সময় শুভ নামের ১১ ব্যাচের শিক্ষার্থী গাড়ি সরাতে বললে র‌্যাবের গাড়ি থেকে কয়েকজন নেমে তাকে উপুর্যপুরি কিল-ঘুসি মারতে থাকে। এসময় অন্যরা বাস থেকে নেমে আসলে তাদেরকেও মারধর করা হয়। এরপর বাকি শিক্ষার্থীরা বাস থেকে নেমে সড়ক অবরোধ করলে র‌্যাবের গাড়িটি ফ্লাইওভারের উপর উঠে চলে যায়।

আহত শিক্ষার্থীরা হলেন, ভূগোল ও পরিবেশ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান শুভ, রাষ্ট্রবিজ্ঞান ১১ ব্যাচের রবিউল, ১৪ ব্যাচ সাংবাদিকতা বিভাগের সুলাইমান, বাংলা বিভাগ ১৩ ব্যাচের আল-আমিন, ১৪ ব্যাচ পদার্থ বিজ্ঞান বিভাগের তাওসীব।

র‌্যাব-১০ এর অ‌ধিনায়ক কায়উম উজ্জামান খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওটা আমাদের একটা অভিযানের গাড়ি ছিলো, এএসপি শ‌হিদুল ইসলাম মু‌ন্সি গাড়িটির দায়িত্বে ছিলেন। আমাদের গাড়িটা গেয়ার পাচ্ছিলো না, তাই দাঁড়িয়ে ছিলো। ওখানে মূলত ভুল বোঝাবুঝি হয়েছে। র‌্যাব বুঝতে পারিনি ওরা ছাত্র আর ছাত্ররাও বুঝতে পারিনি, র‌্যাবের গাড়ি। আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি।’

প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘র‌্যাবের গাড়িটা ওখানে নষ্ট হয়ে গেছিলো। উপাচার্য মহোদয় র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন। রবিবারে তারা ক্যাম্পাসে এসে ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন। আমরা আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করেছি।’


রাইজিংবিডি/জবি/ ১২ সেপ্টেম্বর ২০১৯/তমাল/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়