ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইয়াবার ভাগ-বাটোয়ারা, ৫ পুলিশ সদস‌্য গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইয়াবার ভাগ-বাটোয়ারা, ৫ পুলিশ সদস‌্য গ্রেপ্তার

মাদক ব‌্যবসায়ীর কাছ থেকে ইয়াবা জব্দ করে তা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নেয়ার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে রাজধানীর উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকি রাইজিংবিডিকে বলেন, রোববার পাঁচ পুলিশ সদস‌্যকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। রাতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সোমবার পাঁচজনকেই আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পৃথক অভিযান চালিয়ে আর্মড পুলিশ ব‌্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল প্রশান্ত মণ্ডল, নায়েক মো. জাহাঙ্গীর আলম, কনস্টেবল মো. রনি মোল্ল্যা, কনস্টেবল মো. শরিফুল ইসলাম ও গুলশান থানার এএসআই মাসুদ আহমেদ মিয়াজীকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেপ্তাকৃতরা উত্তরার এপিবিএন-১ সদর দপ্তরের ব্যারাক ভবনের চতুর্থ তলার বাথরুমের সামনে ইয়াবা ভাগ-বাটোয়ারা করেন। সেখানে অভিযান চালায় পুলিশ। পরে পাঁচজনকে পৃথকভাকে তল্লাশি করে তাদের কাছে ইয়াবা পাওয়া যায়। রোববার এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে অভিযুক্ত পুলিশ সদস‌্যরা। তবে ওই মাদক ব্যবসায়ীর পরিচয় জানা যায়নি।


রাইজিংবিডি/ঢাকা/১৬ সেপ্টেম্বর ২০১৯/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়