ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শাহাজালালে ২ কেজি স্বর্ণ জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ১৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহাজালালে ২ কেজি স্বর্ণ জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দুই কেজি স্বর্ণবার ও অলঙ্কার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কাস্টম হাউসের ঢাকার প্রিভেন্টিভ টিম পৃথক অভিযানে সাত যাত্রীর কাছ থেকে কোটি টাকার ওই স্বর্ণ উদ্ধার করে।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো. সাজ্জাদ হোসেন রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টম হাউস জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক প্রায় ১ কোটি ৬ লাখ টাকার ২.১৩৬ কেজি স্বর্ণ জব্দ করা হয়। এর মধ্যে গ্রীন চ্যানেলে নজরদারি ও তল্লাশির মাধ্যমে কোলকাতা থেকে আগত যাত্রী মমতাজ বেগম ও আয়েশা বেগমকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে ৯৬৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। এছাড়া অন্যান্য কয়েকটি ফ্লাইটের ৫ জন যাত্রীকে তল্লাশি করে ৮টি স্বর্ণবার (৮৩৪ গ্রাম), ২ টি স্বর্ণের চুড়ি (২৩৪ গ্রাম), ১ টি স্বর্ণের চেইন (১০০) গ্রাম) উদ্ধার করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।


ঢাকা/এম এ রহমান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়