ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দেড় কোটি টাকার ফোনসেট, ল্যাপটপ ও স্বর্ণ জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেড় কোটি টাকার ফোনসেট, ল্যাপটপ ও স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দেড় কোটি টাকার মোবাইল ফোনসেট, ল্যাপটপ ও স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩২০টি মোবাইল ফোনসেট, ২৫টি ল্যাপটপ, ৪০০ গ্রাম স্বর্ণ ও ২০০ শাড়ী।

বুধবার বিভিন্ন সময়ে অভিযানে ওই পণ্যগুলো জব্দ করা হয়েছে বলে ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সাজ্জাদ হোসেন রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

কাস্টম হাউস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে নজরদারির এক পর্যায়ে রাত দুইটায় কুয়েত এয়ারলাইন্সে আসা সাইফুল ইসলাম, সুমন ও রাসেল হোসেন নামের তিনজন যাত্রীকে তল্লাশী করে ঢাকা কাস্টমসের একটি টিম। এ সময় তাদের কাছে ৩০০টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন সেট ও ২৫টি বিভিন্ন ব্রান্ডের ল্যাপটপ পাওয়া যায়।

এছাড়া সকাল ও দুপুরে আরও কয়েকটি ফ্লাইটের কয়েকজন যাত্রীকে তল্লাশী করে ২০টি মোবাইল ফোনসেট, ৪০০ গ্রাম স্বর্ণ ও ২০০ শাড়ী উদ্ধার করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। আটককৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।


ঢাকা/এম এ রহমান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়