ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুদুর মামলায় আদেশ ৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ২২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুদুর মামলায় আদেশ ৭ অক্টোবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও হত্যার হুমকির অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে দায়ের করা মামলায় আদেশের জন্য আগামী ৭ অক্টোবর তারিখ ধার্য করেছেন আদালত।

রোববার এ মামলায় আদেশের দিন ধার্য ছিল। কিন্তু ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ তা পিছিয়ে নতুন তারিখ ধার্য করেন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মাহি (৫৩) মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামি শামসুজ্জামান দুদু গত ১৮ সেপ্টেম্বর বনানীতে নিজ বাসভবনে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, শেখ হাসিনাও বিদায় হবে।’ যা ওই চ্যানেলটিতে প্রচার হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে জনমনে ভীতির সঞ্চার হয়েছে। আসামি এ বক্তব্য প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন এবং তিনি তাকে হত্যার চেষ্টা করছেন।’


ঢাকা/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়