ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ছাত্রলীগের দুই বহিষ্কৃত নেতা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাত্রলীগের দুই বহিষ্কৃত নেতা রিমান্ডে

পিস্তল ও ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের দুই বহিষ্কৃত নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

যাদের রিমান্ডে নেয়া হয়েছে তারা হলেন- ঢাকা বিশ্ববিদ‌্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়া সম্পাদক হাসিবুর রহমান তুষার এবং হাজী মুহম্মদ মহসীন হল ছাত্রলীগের সাবেক নেতা আবু বকর আলিফ।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস‌্য। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক বিক্রির সিন্ডিকেটের সঙ্গে জড়িত।

মামলার সুষ্ঠু তদন্ত ও এজাহারনামীয় পলাতক আসামি ইমরান ফরহাদ ইমুকে গ্রেপ্তারের লক্ষ্যে আসামিদের সাত দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার সন্ধ্যায় হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক মো. রিয়াজ ফরাজির মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেন তুষার ও আলিফ। রাত পৌনে ৮টার দিকে তাদেরকে মহসীন হল থেকে আটক করা হয়।


ঢাকা/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়