ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তিন পেট্রোল পাম্পকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিন পেট্রোল পাম্পকে জরিমানা

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে তিনটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের ও এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ।

বুধবার ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা মহানগরীর মতিঝিল এলাকার মেসার্স পূবালী ফিলিং স্টেশন, মেসার্স রহমান ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশন ও মেসার্স এ হাই অ্যান্ড কোং পেট্রোল পাম্প।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। এ সময় বিএসটিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা প্রকৌশরী মো. রেজাউল করিম, সহকারী পরিচালক ও প্রকৌশলী মো. রাকিবুল আলম, পরিদর্শক ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।


ঢাকা/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়