ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

জামিন পেলেন রহিম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ১৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামিন পেলেন রহিম

স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে মোবাইল চুরির আসামি রহিম জামিন পেয়েছেন।

রোববার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম জামিনের আদেশ দেন। রহিমের পক্ষে আইনজীবী শারমিন সুলতানা টুম্পা জামিনের আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, রহিম ঘটনার সাথে জড়িত না। হয়রানি করার উদ্দেশ্যে তাকে মামলায় জড়ানো হয়েছে। আসামি গুরুত্ব অসুস্থ। যেকোনো মুহূর্তে একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। আসামির জামিনের প্রার্থনা করছি।

রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

জানা গেছে, পল্লবী এলাকায় রহিমের স্ত্রীকে কাজে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো ওই এলাকার বখাটে নলিতা বাবু এবং সানী। রহিম বারবার তাদের বুঝিয়েছেন, এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে যায়। ঘটনার এক পর্যায়ে কাজ শেষে ফেরার পথে দুই বখাটেসহ ৫/৬ জন রহিমকে নির্মমভাবে মারধর করে। এতে বাম হাত ভেঙে যায় এবং ইট দিয়ে থেঁতলানোয় মাথার পিছনের অংশে তিনটি সেলাই দিতে হয়।

এরপর তার গলায় গামছা পেঁচিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়। পরে এলাকার লোকজন এগিয়ে আসলে বখাটেরা কৌশলে তার পকেটে মোবাইল ঢুকিয়ে দেয়। এরপর মোবাইল চোর হিসেবে আরেক দফা মারধর করে তার কাছে থাকা চার হাজার টাকা এবং একটি মোবাইল সেট নিয়ে চলে যায়। তারপর রহিমের বিরুদ্ধে উল্টো মামলা করেন মুয়াজ নামের এক ব্যক্তি।


ঢাকা/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়