ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইঞ্জিনিয়ার থেকে জঙ্গি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৪, ১৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইঞ্জিনিয়ার থেকে জঙ্গি

গুলিস্তান ও সায়েন্সল্যাবে পুলিশের ওপর হামলাকারী দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের সদস্য।

সোমবার অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মলনে এ তথ্য জানান।

তিনি জানান, রোববার রাতে মোহাম্মদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন মো. মেহেদী হাসান তামিম ও মো. আবদুল্লাহ আজমির। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

গোয়েন্দারা জানায়, গ্রেপ্তাকৃত দু’জন নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তারা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে তারা ভোলার একটি দুর্গম চরে প্রশিক্ষণ নেয়। ২০১৯ সালের শুরুর দিকে গত ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ থেকে আটক ফরিদ উদ্দিন রুমির ছোট ভাই জামাল উদ্দিন রফিকের নেতৃত্বে একটি সামরিক শাখা প্রতিষ্ঠা করেন। এ লক্ষ্যে তারা ফতুল্লা থানার রফিকের বাসায় বোমা তৈরির একটি কারখানা তৈরি করেন। ২৯ এপ্রিল গুলিস্তানে এবং ৩১ আগস্ট সায়েন্সল্যাবে বোমা/(IED) হামলায় প্রত্যক্ষভাবে জড়িত তারা। প্রাথমিকভাবে হামলার কথা স্বীকারও করেছেন।

এছাড়া মালিবাগ, পল্টন ও খামার বাড়ির বোমা হামলায় ব্যবহৃত বোমা তৈরিতে বন্ধু রফিককে সহায়তা করার তথ্য দিয়েছেন।


ঢাকা/মাকসুদ/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়