ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শুটার লিটন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ১৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুটার লিটন রিমান্ডে

রাজধানীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন উদ্দিন ওরফে লিটন ওরফে শুটার লিটনের অস্ত্র আইনের মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলা তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার এসআই বিশ্বজিৎ সরকার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

আসামি অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা, সন্ত্রাস, চাঁদাবাজী, ছিনতাই ইত্যাদি অপকর্মে জড়িত দলের সক্রিয় সদস্য বলে আর্জিতে বলা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে, অবৈধ অস্ত্রের উৎস এবং গ্যাং লিডারদের নাম-ঠিকানা সংগ্রহসহ গ্রেপ্তার ও আরও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন তদন্ত কর্মকর্তা।

এর আগে মঙ্গলবার রাতে যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১০।

যাত্রাবাড়ী এলাকার বিবির বাগিচাসহ আশপাশের এলাকায় আতঙ্কের নাম শুটার লিটন। সম্প্রতি তিনি জামিনে ছাড়া পান। এরপর নানাভাবে বিভিন্নজনকে হুমকি দিতে থাকেন শুটার লিটন।


ঢাকা/মামুন খান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়