ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মোবারক হত্যা মামলায় রায় ২১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ১৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোবারক হত্যা মামলায় রায় ২১ অক্টোবর

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার গোথালিয়া ভূঁইয়াবাড়ীর মৃত ইশাদ ভূঁইয়ার ছেলে মোবারক হোসেন ভূঁইয়া (৪৫) হত্যা মামলার রায় ঘোষণার তারিখ আগামী ২১ অক্টোবর ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল এদিন ঠিক করেন। মামলাটির রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার এদিন ঠিক করেন বিচারক।

২০১৫ সালের ২২ অক্টোবর এ হত্যাকাণ্ডের মামলায় মোট আসামি ১৬ জন। আসামিরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার গোথালিয়া ভূইয়াবাড়ীর মৃত হাজী সাইদুর রহমান ভূঁইয়া ওরফে অবু ভূইয়ার ছেলে মো. মাহবুবুর রহমান ভূইয়া ওরফে মহুব (৫৭), মোজাম্মেল হক ভূঁইয়া ওরফে বাদল ভূঁইয়া (৫৪), আফজাল ভূঁইয়া (৫২), এমদাদুল হক ওরফে সিকরিত ভূঁইয়া (৪৩), নয়ন ভূঁইয়া (৩২), ভূলন ভুঁইয়া ওরফে ভুলু (৩০), একই গ্রামের পরেশ সন্যাসীর ছেলে বিধান সন্যাসী (২৫), মাহবুবুর রহমান ভূইয়া ওরফে মহুবের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দিলিপ (২৮), সিকরিত ভূঁইয়ার স্ত্রী সুলতানা আক্তার (৩৮), ছেলে নুরুজ্জামান (১৮), একই এলাকার নবুরিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে রুহুল আমিন (৫২), একই গ্রামের রুহুল আমিনের ছেলে শামীম ওরফে ফয়সাল বিন রুহুল (২০), রস্তুমপুর সবুজ ভুঁইয়ার ছেলে জয়নাল আবেদীন ওরফে ফালু (৩৫), একই গ্রামের আবুল কালাম আজাদ ওরফে রাজা মিয়ার ছেলে শিপন মিয়া (২৬) ও একই থানাধীন মইতপুরের কাজী জজ মিয়ার স্ত্রী নিলুফা আক্তার (৫৭)।

মামলার আসামিদের মধ্যে ৮ জন কারাগারে, ১ জন জামিনে এবং বাকিরা পলাতক রয়েছেন।

মামলার বাদী সহকারী পাবলিক প্রসিকিউটর মোজাম্মেল হক ভূঁইয়া বলেন, মামলার আসামিদের মধ্যে আসামি নুরুজ্জামান অপ্রাপ্ত বয়স্ক বিবেচনায় তার অংশের বিচার শিশু আদালতে আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে। তাই সে ছাড়া অপর আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল। রায়ে তিনি সকল আসামির মৃত্যুদণ্ড হবে বলে আশা প্রকাশ করেছেন।

এ সম্পর্কে ওই ট্রাইব্যুনালে স্পেশাল পাবলিক প্রসিকিউটর মাহাবুবুর রহমান বলেন, আমরা রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। তাই আসামিদের সর্বোচ্চ শাস্তিই প্রত্যাশা করছি।


ঢাকা/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়