ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ঘুষসহ কাস্টমস কর্মকর্তা গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘুষসহ কাস্টমস কর্মকর্তা গ্রেপ্তার

১৫ হাজার টাকা ঘুষ গ্রহণকালে টাঙ্গাইল কাস্টমস এক্সাইজ ভ্যাট ও কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মারুফ ফেরদৌসকে হাতে-নাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার টাঙ্গাইলের নিজ অফিসে ঘুষ গ্রহণকালে হাতে-নাতে গ্রেপ্তার করে টাঙ্গাইলের সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম।

সংস্থাটির উপসহকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন বাদী হয়ে এ বিষয়ে মামলা দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, প্রকৃত ভ্যাটের চেয়ে কম ভ্যাট আদায় ও ১৩ ডিজিটের নতুন ভ্যাট রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য জনৈক ব্যবসায়ীর কাছ থেকে অবৈধভাবে ১৫ হাজার টাকা নগদ ঘুষ গ্রহণকালে তার নিজ দপ্তরে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

দণ্ডবিধির ১৬১ ধারা এবং সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও অসদাচরণের দায়ে ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।


ঢাকা/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়