ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার জেনারেল গোলাম রব্বানী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার জেনারেল গোলাম রব্বানী

সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন হাইকোর্ট বিভাগের রেজিষ্ট্রার মো. গোলাম রব্বানী।

মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন। এছাড়া সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার জেনারেল হিসেবে তার নাম রয়েছে।

এর আগে ২০ অক্টোবর ৯ জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন তারা শপথও নেন। এর মধ্যে রেজিষ্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেনও রয়েছেন। রেজিষ্ট্রার জেনারেল বিচারপতি হিসেবে শপথ নেওয়ায় এ পদটি খালি ছিল।

হাইকোর্ট বিভাগের রেজিষ্ট্রার হিসেবে ২০১৭ সালের ৩১ অক্টোবর দায়িত্ব পান মো. গোলাম রব্বানী। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে।


ঢাকা/মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়