ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শাহজালালে স্বর্ণসহ আটক ২

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ২২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহজালালে স্বর্ণসহ আটক ২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ এক যাত্রী ও ইউএস বাংলা এয়ারলাইন্সের কাস্টমার কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস।

শুক্রবার রাতে রিয়াদ থেকে আগত বাংলাদেশ বিমানের যাত্রী মামুন মিয়া ও বন্দরের ইউএস বাংলা এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস অ‌্যাসিসটেন্ট ওমর ফারুককে আটক করা হয়।

তাদের কাছ থেকে ৩টি স্বর্ণের বার জব্দ করা হয়।  যার বাজার মূল্য প্রায় ১৭ লাখ ৪০ হাজার টাকা।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো. সাজ্জাদ হোসেন রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টম হাউস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসে কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকে।  ট্রানজিট এলাকা ও বোর্ডিং এলাকায় নজরদারির একপর্যায়ে বিকালে রিয়াদ থেকে আগত বাংলাদেশ বিমানের যাত্রী মামুন মিয়াকে অনুসরণ করে। ওই যাত্রী ট্রানজিটের বিপরীত পাশের পর্যটন করপোরেশনের ডিউটি ফ্রি শপের ভিতরে প্রবেশ করে সেখানে অবস্থানরত ইউএস বাংলা এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস অ‌্যাসিসটেন্ট ওমর ফারুকের নিকট স্বর্ণবারগুলো হস্তান্তর করার পরে প্রিভেন্টিভ কর্মকর্তারা উভয়কে আটক করে।  আটকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।


ঢাকা/ এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়