ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আইএসের টুপির বিষয়েও তদন্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইএসের টুপির বিষয়েও তদন্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ফটো

গুলশানের হলি আর্টিজান মামলার আসামির মাথায় জঙ্গি সংগঠন আইএসের টুপি কোথা থেকে এসেছে তা জানতে নিরপেক্ষ তদন্ত করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক প্রশ্নের জবাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একথা বলেন।

তিনি বলেন, ‘তদন্ত হচ্ছে কীভাবে এলো (টুপি), কীভাবে গেল, আমরা সেটাই জানতে চাচ্ছি। সে কীভাবে পেয়েছে সেটা আমাদের এখন একটু দেখার বিষয়। আমরা দেখে নেই, না দেখে এটার সম্পর্কে আমরা বলতে পারব না। তবে আমরা যেটুকু দেখেছি এটা কারাগার থেকে আসেনি, কারাগার কর্তৃপক্ষ বলছে। পুলিশ বলছে, তারা এটা সাপ্লাই হতে দেখেনি। কাজেই কীভাবে এলো তদন্তের বাইরে আমরা কিছু বলতে পারব না।’

নিরপেক্ষ জায়গা থেকে আরেকটি তদন্ত হবে কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই হবে। সত্য বেরিয়ে আসবে, সবই আসবে।’

এটাকে (আইএসের টুপি) অ্যালার্মিং মনে করছেন কি না? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো অ্যালার্মিং নয়, একটা টুপি মাথায় দিয়েছে। এটা অ্যালার্মিংয়ের কী বিষয় আছে? তারাতো সবসময়ই বলছে, এরা ওই মতাদর্শী, আমরা সবসময় বলেছি আমাদের দেশে এগুলো নেই। এগুলো সব হোমমেইড জঙ্গি।’


ঢাকা/আসাদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়