ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ইন্টারনেট থেকে মিথিলা-ফাহমির ছবি সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইন্টারনেট থেকে মিথিলা-ফাহমির ছবি সরানোর নির্দেশ

ফেসবুক, ইন্টারনেট ও অনলাইন নিউজ পোর্টাল থেকে অভিনেত্রী মিথিলা ও ফাহমির সব অন্তরঙ্গ ও ব্যক্তিগত ছবি দ্রুত সরিয়ে  ফেলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিটিআরসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে ইন্টারনেটে কোনো ব‌্যক্তির ব্যক্তিগত বা অশালীন ছবি ছড়ানো নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের ব‌্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এ মর্মে রুল জারি করা হয়েছে। 

রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ‌্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু।

এর আগে গত বৃহস্পতিবার ফেসবুক, ইন্টারনেট ও অনলাইন নিউজ পোর্টাল থেকে কোনো ব‌্যক্তির ব্যক্তিগত বা অশালীন ছবি ছড়ানো নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্কৃয়তা চ‌্যালেঞ্জ করে এ রিট দায়ের করা হয়। রিটে তথ্য প্রযুক্তি সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।


ঢাকা/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়