ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চীনা নাগরিক হত্যার নেপথ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ১১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চীনা নাগরিক হত্যার নেপথ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব

রাজধানীতে গাও জিয়ান ফি নামে এক চীনা নাগরিককে হত্যার পর মাটি চাপা দিয়েছে দুর্বৃত্তরা। পরে তার লাশ উদ্ধার করে মঙ্গলবার বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মগে নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানায়, চীনের ওই নাগরিক বনানীর ২৩ নম্বর রোডের ৮২ নম্বর বাসায় থাকতেন। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বাড়ির পেছনে মাটিচাপা দেওয়া ফির লাশ উদ্ধার করা হয়।

বুধবার সন্ধ্যায় বনানী থানার অফিসার ইনচার্জ ওসি নূরে আজম মিয়া জানান, মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে। তিনি পদ্মা সেতুতে রাসায়নিক দ্রব্য এবং মেট্রোরেল প্রকল্পে পাথর সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।  

পুলিশ বলেন, ব্যবসায়িক কোন্দলের কারণে তাকে হত্যা করা হতে পারে। তার কক্ষে রক্ত ও ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ওই বাসার সিসি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ।   

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন‌্য ওই বাসার তিন তত্ত্বাবধায়ককে হেফাজতে নিয়েছে পুলিশ। পদ্মা সেতুতে পাথর সরবরাহসহ সরকারের কয়েকটি মেগা প্রকল্পে কাজ করতেন ফি।


ঢাকা/মাকসুদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়