ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রুম্পার মৃত্যু : ‘ধর্ষণের আলামত পাওয়া যায়নি’

মেডিক‌্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৫, ১৪ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রুম্পার মৃত্যু : ‘ধর্ষণের আলামত পাওয়া যায়নি’

স্ট‌্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পার শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।

ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ রাইজিংবিডিকে এ তথ‌্য জানিয়েছেন।

শনিবার সকালে তিনি বলেন, ‘রুম্পার শরীর থেকে তিন ধরনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। রুম্পার শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে উঁচু ভবন থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন এটার প্রমাণ পাওয়া গেছে। কারণ তার শরীরের বেশ কয়েকটি হাড় ভেঙে গিয়েছিল। আগামীকাল পুলিশের কাছে এ বিষয়ে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বিকেল ৫টার পর রুম্পা রাজধানীর শান্তিবাগের বাসা থেকে বের হন। রাত পৌনে ১১টার দিকে বাসা থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিদ্ধেশ্বরী সার্কুলার রোড থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে পাশাপাশি তিনটি ভবনের কোনো একটি থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ। ওই ঘটনার পরদিন (৫ ডিসেম্বর) রমনা মডেল থানার এসআই আবুল খায়ের একটি হত্যা মামলা দায়ের করে। রুম্পার মৃত্যুর তিন দিন পর ৭ ডিসেম্বর রাতে মোবাইলের কললিস্টের সূত্র ধরে সৈকত নামে তার এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটকের এক পর্যায়ে সৈকতকে ৮ ডিসেম্বর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সৈকত স্ট‌্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএর সাবেক ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হন। 

 

ঢাকা/বুলবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়