ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডেসটিনির ৩৫ লাখ গাছ ছাগলের পেটে!

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ১৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেসটিনির ৩৫ লাখ গাছ ছাগলের পেটে!

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন শুনানিতে তাদের আইনজীবী আদালতকে জানিয়েছেন, ‘ডেসটিনির লাগানো সব গাছ ছাগলে খেয়ে ফেলেছে!’

রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে ডেসটিনির আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি এ কথা বলেন।

ডেসটিনির সৃজনকৃত ৩৫ লাখ গাছ বিক্রি করে দুই হাজার ৮০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার শর্তে দুইজনকে জামিন দিয়েছিলেন আপিল বিভাগ। কিন্তু তিন বছরেও ওই আদেশের বাস্তবায়ন হয়নি। ফলে মুক্তিও মেলেনি।

রোববার নতুন জামিন আবেদনের শুনানিতে ডেসটিনির আইনজীবীর কাছে আদালত জানতে চান, ‘গাছ কোথায় গেলো?’ জবাবে ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি মৃদু হেসে বলেন, ‘গাছ তো ছাগলে খেয়ে ফেলেছে!’ তখন আদালতে হাস্যরসের সৃষ্টি হয়।

পরে তিনি বলেন, ‘বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী অধিকাংশ গাছ কেটে নিয়েছে। যার কারণে অর্থ পরিশোধ সম্ভব হয়নি। ’

তিনি আরো বলেন, ‘২০০৯ সালের অর্থ পাচার আইনে সর্বোচ্চ সাজা সাত বছর। আবেদনকারীরা সাত বছর ধরে কারাগারে আছেন। নিম্ন আদালতে মামলার বিচারের যে ধীরগতি তা শেষ হতে কত বছর লাগবে জানি না। বিচারাধীন মামলায় তাদেরকে অনিদ্দিষ্টকালের জন্য আটকে রাখা সংবিধান পরিপন্থী।’

শুনানি শেষে মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য‌্য করেন আপিল বিভাগ।

 

ঢাকা/মেহেদী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়