ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

রবিকে ১৩৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৯, ৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রবিকে ১৩৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ

বিটিআরসির পাওনা বাবদ ১৩৮ কোটি টাকা পরিশোধ করতে মোবাইল অপারেটর কোম্পানি রবিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ টাকা আগামী ৫ মাসের মধ্যে ৫ কিস্তিতে পরিশোধ করতে বলা হয়েছে। অন্যথায় বিটিআরসি রবির বিরুদ্ধে যেকোন সিদ্ধান্ত নিতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার  বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রবির পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজিবুল আলম। বিটিআরসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেজা ই রাকিব।

যদিও রবির কাছে আটশ ৬৭ কোটি টাকা পাওনা দাবি করেছিল বিটিআরসি।

 

ঢাকা/ মেহেদী/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়