ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাবেক কাস্টমস কমিশনার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাবেক কাস্টমস কমিশনার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হবে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কাস্টমস কমিশনার মো. শফিকুল ইসলাম ও তার স্ত্রী মিসেস মাহবুবা ইসলামের বিরুদ্ধে পৃথক দুই মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।

রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে পৃথক দুই মামলা অনুমোদন দিয়েছে দুদক। শিগগিরই সিলেট সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. নূর-ই-আলম বাদী হয়ে মামলা দুটি দায়ের করবেন বলে জানা গেছে।

অনুসন্ধানে শফিকুল দম্পতির বিরুদ্ধে ৯৬ লাখ ৩৭ হাজার ৯৯৯ টাকার সম্পদের তথ্য গোপন ও তিন কোটি ৭৬ লাখ ৬ হাজার ৫৪৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। 

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে আরো জানা যায়, অভিযুক্তরা দাখিল করা সম্পদ বিবরণীতে ৯৬ লক্ষ ৩৭ হাজার ৯৯৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন। সেইসঙ্গে ৩ কোটি ৭৬ লক্ষ টাকা মূল্যের জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

তারা আয়ের অবৈধ উৎস, প্রকৃতি, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ, উৎস গোপন করার লক্ষ্যে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে অর্থপাচার প্রতিরোধ আইনেও শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অভিযুক্ত মো. শফিকুল ইসলাম সর্বশেষ সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট হিসেবে দায়িত্ব পালন করেন।


ঢাকা/এম এ রহমান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়