ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চ্যালেঞ্জিং পেশায় ক্রাইম রিপোর্টাররা : স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ২১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যালেঞ্জিং পেশায় ক্রাইম রিপোর্টাররা : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সরকারের কোথায় কোন ভুল-ভ্রান্তি আছে, কে কোন অপরাধ করছে- তা ক্রাইম রিপোর্টারাই খুঁজে বের করেন। এ কারণে তাদের অনেক চ্যালেঞ্জ এবং ঝুঁকিও থাকে।’

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘‘সকলে সহযোগিতা করেছে বলে দেশ এগিয়ে যাচ্ছে। এটা না হলে সম্ভব হতো না। কোথায়, কে অপরাধ করছে তা ধরিয়ে দিচ্ছে ক্রাইম রিপোর্টাররা। এ কাজগুলো কোনো সুখময় পরিবেশে তারা করে না। করে বন্ধুর পরিবেশে। এ কারণে তাদের উপর অনেক হুমকিও আসে। ক্রাইম রিপোর্টারদের কাজটা চ্যালেঞ্জিংও।

‘সাংবাদিকরা সফল হলেই দেশটা আরো এগিয়ে যাবে। সকলকে একত্রিতভাবে কাজ করতে হবে। সেইসঙ্গে মাদক ও জঙ্গিবাদের অস্তিত্ব পাওয়া গেলে তা আপনারা তুলে ধরেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেভাবে কাজ করবে। এসবের সঙ্গে যারা জড়িত তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।”


ঢাকা/মাকসুদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়