ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সুপ্রিম কোর্টে চলছে বইমেলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৬, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুপ্রিম কোর্টে চলছে বইমেলা

আইনের বই নিয়ে সুপ্রিম কোর্টে চলছে বইমেলা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ মেলার আয়োজন করে। টানা ৬ষ্ঠ বারের মতো আয়োজিত এ মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বইমেলা চলছে।

ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা বাংলাদেশ ল’ টাইমস আইন বিষয়ে অনেকগুলো বই নিয়ে এসেছে এবারের বইমেলায়।

এর মধ্যে ল্যান্ডমার্ক জাজমেন্ট অন রিভারস ইন বাংলাদেশ, সিক্স ইয়ারস সিভিল ল’ ডাইজেস্ট(২০১৪-২০১৯), সেভেন ইয়ারস ক্রিমিনাল ল’ ডাইজেস্ট (২০১৩-২০১৯), আইনে তারুণ্য, জাজমেন্ট অন এ্যারেস্ট অ‌্যান্ড রিমান্ড, বাহা পারসোনাল ল, ন্যাশনাল ফোর লিডার মার্ডার কেস, বাংলাদেশের ‘প্রথম স্বাধীনতা ঘোষণা’ এর মামলা, ঐতিহাসিক রমনা রেসকোর্স ময়দানের মামলা, দারুশা সাম্প্রদায়িক দাঙ্গা উল্লেখযোগ্য। এছাড়া, শামীম ল’ বুক সেন্টার, নিশি ল’ বুক পয়েন্ট, বুক সিন্ডিকেটসহ অনেকগুলো প্রকাশনী সংস্থার প্রকাশিত বই বিক্রি হচ্ছে মেলায়।

বাংলাদেশ ল’ টাইমসের স্বত্বাধিকারী অ্যাডভোকেট সমরেন্দ্রনাথ গোস্বামী বলেন, ‘আমরা ২৮ বছর ধরে আইন বিষয়ে জার্নাল, সুপ্রিম কোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ রায় নিয়ে বই আকারে প্রকাশ করে আসছি। আইনজীবী, আইনের ছাত্র, আইন নিয়ে গবেষণা করতে ইচ্ছুকদের কথা চিন্তা করে আমরা এসব করছি।’

ল’টাইমসের রিচার্স টিমের অন্যতম সদস্য ড. রাজিব কুমার গোস্বামী বলেন, এবারের সুপ্রিম কোর্টের বইমেলায় ল’টাইমস থেকে প্রকাশিত বই ৫ থেকে ৫০ শতাংশ ছাড়ে বিক্রি করা হচ্ছে। ফলে ব্যাপক সাড়া পাচ্ছি।

প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি সুপ্রিম কোর্ট বার ভবনে বইমেলার উদ্ধোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এবারের মেলায় ৫২টি স্টল রয়েছে। 


ঢাকা/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়