ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গোপীবাগে সংঘর্ষ : বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৮, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপীবাগে সংঘর্ষ : বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

গোপীবাগে বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।

রোববার রাতে রাজধানীর ওয়ারী থানায় বিএনপির ৫০ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান।

তিনি রাইজিংবিডিকে বলেন, শনিবার সন্ধ্যার পর আওয়ামী লীগ নেতা মাকসুদ আহমেদ বাদী হয়ে এ মামলা করেন। সংঘর্ষের ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অবশ্য একই রাতে বিএনপির পক্ষ থেকে থানায় মামলা করতে গেলে ফিরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মামলা করতে যান।

রোববার দুপুরে গোপীবাগের সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ‌্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

 

ঢাকা/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়