ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সাংসদ আফজালের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংসদ আফজালের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কিশোরগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আফজাল হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র রাইজিংবিডিকে নিশ্চিত করেছে।

অভিযোগটি অনুসন্ধানের জন্য এরই মধ্যে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মোহাম্মদ আফজাল হোসেন কিশোরগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য। ঢাকা ট্রেড সেন্টার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

২০০৮ সালে কিশোরগঞ্জ-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আফজাল হোসেন। ২০১৪ সালে তিনি একই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।


ঢাকা/এম এ রহমান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়