ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বুড়িগঙ্গা দূষণ : ৪ প্রতিষ্ঠানকে ২০ লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুড়িগঙ্গা দূষণ : ৪ প্রতিষ্ঠানকে ২০ লাখ জরিমানা

বুড়িগঙ্গা নদী দূষণকারী শ্যামপুরের চার শিল্প প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করেছে হাইকোর্ট। এই চার শিল্পপ্রতিষ্ঠান হলো- মিতা টেক্সটাইল, অভিজিৎ ডায়িং, চাঁদপুর টেক্সটাইল ও শারমীন টেক্সটাইল।

মঙ্গলবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে জরিমানার টাকা পরিবেশ অদিদপ্তরে জমা দিতে বলা হয়েছে  পরিবেশ অধিদপ্তরকে। জরিমানার  টাকা বুড়িগঙ্গার দূষণ রোধে ব্যয় করতে নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে রুল শুনানি করেন আইনজীবী সিদ্দিকুর রহমান ও মো. রায়হান। পরিবেশ অধিদপ্তরের পক্ষে রুল শুনানি করেন আমাতুল করিম।

মামলার বিবরণে জানা যায়, বুড়িগঙ্গার দূষণরোধ জনস্বার্থের মামলার ২০১০ সালে এক রায়ে বর্জ্য শোধনাগার বা ইটিপি প্ল্যান্ট (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) না থাকা বুড়িগঙ্গা পাড়ের শিল্প প্রতিষ্ঠান, কারখানা বন্ধের নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। রায়ের নির্দেশনা অনুযায়ী পরিবেশ অধিদপ্তর শ্যামপুরের এই চার শিল্প প্রতিষ্ঠানের গ্যাস, বিদ্যুৎ, পানির লাইন বিচ্ছিন্ন করে বন্ধ করে দেয়।

তখন পরিবেশ অধিদপ্তরের বন্ধ অভিযানের বিরুদ্ধে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান, কারাখানার মালিকরা আপিল বিভাগে আসেন। আপিল বিভাগ তখন তাদের সে আবেদনে সাড়া না দিয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযানকে চলমান রাখার পক্ষে আদেশ দেন।

তবে আপিল বিভাগের সে আদেশ গোপন করে পরিবেশ অধিদপ্তরের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এই চার শিল্প প্রতিষ্ঠানের মালিক হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট তখন স্থিতাবস্থা দিয়ে রুল জারি করেছিলেন।

পরে ২০১৫ সালে পরিবেশ অধিদপ্তর নোটিশ দেওয়ার পরও তারা ইটিপি ছাড়াই শিল্প প্রতিষ্ঠান চালিয়ে আসছিলেন। আজ মঙ্গলবার আদালত তাদের সে রুল খারিজ করে দিয়ে রায় দিয়েছেন এবং জরিমানা করেছেন।

 

ঢাকা/মেহেদী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়