ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জাল টাকা উদ্ধার : ক্যামেরুনের দুই নাগরিক কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাল টাকা উদ্ধার : ক্যামেরুনের দুই নাগরিক কারাগারে

ফাইল ফটো

লাখ টাকার জাল নোট উদ্ধারের মামলায় ক্যামেরুনের দুই নাগরিককে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাইবার ইউনিটের উপ-পুলিশ পরিদর্শক ফারুক হোসেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া দুই আসামি হলেন- পোওকাম টিসিডজিও (৩০) এবং মোহামাদু বাহ (২৭) ।

গত ২৬ জানুয়ারি এ দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৩ জানুয়ারি মগবাজার মোড়ের ওভার ব্রিজের নিচে হোটেল তাজের সামনে লাখ টাকার জাল নোটসহ বাকাও গামারাকে গ্রেপ্তার করে করা হয়। পরে এএসআই জয়নাল আবেদীন রমনা থানায় মামলা দায়ের করেন।

বাকাও গামারাকে রিমান্ডে নেয় হয়। রিমান্ডে দেয়া তার তথ্যের ভিত্তিতে শনিবার ধানমন্ডি এলাকা থেকে পোওকাম টিসিডজিও এবং মোহামাদু বাহকে গ্রেপ্তার করা হয়।

 

ঢাকা/মামুন খান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়