ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রকাশিত প্রতিবেদনের ভুল সংশোধনী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রকাশিত প্রতিবেদনের ভুল সংশোধনী

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার কবি নজরুল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ কেন্দ্র করে হাইকোর্টে বিচারাধীন এক রিট আবেদনের ওপর বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচাপরতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার শুনানি হয়।

এই শুনানিকে কেন্দ্র করে ‘এমপি-মন্ত্রীর নির্দেশে চলবেন না : ইএনওকে হাইকোর্ট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ওই প্রতিবেদনের একটি অংশে আদালতের বক্তব্য সঠিকভাবে প্রকাশিত হয়নি। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।

শুনানিতে আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেনকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চলবেন। কিন্তু অন্য কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী, এমপি-উপজেলা চেয়ারম্যান বা কেউ অন্য কোনো নির্দেশনা দিলে তাদের কাছে লিখিত নির্দেশনা চাইবেন। আপনাদের, প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তার জন্যই লিখিত নির্দেশনা চাইবেন। আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।’

প্রতিবেদনে আদালতের এই বক্তব্য যথাযথভাবে উপস্থাপিত হয়নি বলে দুঃখিত।

 

ঢাকা/মেহেদী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়